স্টাপ রিপোর্টার।
গত ২৪ ঘণ্টায় দেশে মরণব্যাধি করোনাভাইরাসে আরো ৫৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছেন ২ হাজার ২’শ ৭৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে সর্বমোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ২৩ হাজার ৪’শ ৫৩ জন মানুষ, এবং এখন পর্যন্ত দেশে করোনা ভাইরাসে মৃত্যুবরন করেছেন ২’হাজার ৯’শ ২৮ জন।
আজ রবিবার ২৬ জুলাই ২০২০) বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন।