আওয়ার টাইমস্ নিউজ।
সরকার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কেনার জন্য ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট ও দেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে চুক্তি করেছে।
দ্রুত সময়ের মধ্যে যাতে টিকা আনা যায়, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হচ্ছে। সরকারের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা এমন তথ্য জানিয়েছেন। তাঁরা বলেছেন, প্রয়োজনে টিকা ব্যবহারের জরুরি অনুমোদনও দেওয়া হতে পারে।
এর এক দিন আগে ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকার জরুরি ব্যবহারের বৈধতা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া এটিই প্রথম কোনো টিকা। বেক্সিমকো গ্রুপ মূলত বাংলাদেশে অক্সফোর্ডের টিকা সরবরাহের কাজ করবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সম্ভাব্য সব উৎস থেকে দ্রুততম সময়ে টিকা আনার জন্য যা যা করা দরকার, তা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য আইন বা নিয়মকানুন মানা হবে ঠিকই, তবে তার জন্য কালক্ষেপণ করা হবে না।