আওয়ার টাইমস্ নিউজ।
বাংলাদেশের অন্যতম সেরা ব্যস্ত নৌ রুট দৌলতদিয়া-পাটুরিয়া রুটে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে শত শত যানবাহন। সেখানে দেখা গিয়েছে,গাড়ির লম্বা সারি।যেখানে তারা মানবেতর জীবনযাপন করছেন।
উল্লেখ্য যে,গতকাল শুক্রবার সন্ধ্যার দিক থেকেই নদীর মধ্যে কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার মাত্রাও বৃদ্ধি পেতে থাকে। যার ফলে,দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত যাত্রীবাহী বাস ও চালকদের সারা রাত আটকে থাকতে দেখা গেছে।
বিআইডব্লিটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ রনি গণমাধ্যমকে জানিয়েছেন, কুয়াশার পরিমাণ হঠাৎ করে বেড়ে যাওয়ায় আটকে থাকা যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।