রিপোর্টার: মুহাম্মাদ উজ্জ্বল খান
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর বাজারে গত কাল বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে কারেন্টজাল ও চাঁই বিক্রি করতে আসা ব্যক্তিদের নিষিদ্ধ ৩০০কেজি ওজনের কারেন্ট জাল ও ৫০০টি কিরন মালা চাঁই উদ্ধার করে আগুনে পুড়ানো ও দুইজন কে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মুনতাসির হাসান।
এ সময় সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ আবু তালেব উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন,মধ্যনগর থানার এসআই সাইফুল ইসলাম প্রমুখ।