Our times news
গতকাল শুক্রবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ এসি বিস্ফোরণের ঘটনায় ১১ জন নিহত হয়েছে।
এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৩৭ জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আহতদের মধ্যে সবারই মাথা থেকে পা পর্যন্ত মারাত্মকভাবে দগ্ধ হয়েছে।
শেখ হাসিনা বার্ন ইউনিটের আবাসিক মেডিকেল অফিসার পার্থ শংকর পাল জানিয়েছেন, আহতদের মধ্যে মোট ১১ জন মৃত্যুবরণ করেছেন। অন্যদের অবস্থাও খুবই আশঙ্কাজনক।
এদিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, এই ভয়াবহ দুর্ঘটনা দগ্ধদের সবার শ্বাসনালী পুড়ে গিয়েছে।