নিজস্ব প্রতিবেদক।
নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর মতলবগামী এমভি মকবুল-২ লঞ্চে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে।
গতকাল রাত ৯ টার সময় নারাণয়ণগঞ্জ থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া লঞ্চটি মেঘনা নদীর ষাটনল এলাকায় আসার পরপরই ডাকাতির শিকার হয়। এইসময় লঞ্চটিতে প্রায় দুই শতাধিক যাত্রী ছিল।
এ বিষয়ে গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মুজিবুর বিভিন্ন গণমাধ্যমকে বলেন এমভি মকবুল-২ নামে একটি লঞ্চে মেঘনার শাটনল এলাকায় ডাকাতি হয়েছে বলে লঞ্চের যাত্রীরা পুলিশের কাছে এসে অভিযোগ করেন।
যাত্রীরা বলেন ডাকাতরা লঞ্চের ৩০/৪০ জন যাত্রীর মোবাইল সেট, সহ কয়েক লক্ষ টাকা ও অনেকের কাছ থেকে বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে গিয়েছে।
এ খবর পেয়ে ডাকাতদের ধরতে পুলিশ দ্রুত অভিযান শুরু করেছে বলেও জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।