স্টাফ রিপোর্টার: হুসাইন আহমাদ
নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লায় বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত এবং আহত প্রত্যেক পরিবারকে ৫০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
আজ সোমবার ৭ সেপ্টেম্বর ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নারায়ণগঞ্জের বাসিন্দা ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মারইয়াম খন্দকার জনস্বার্থে এ রিট দায়ের করেছেন।
ব্যারিস্টার মারইয়াম খন্দকারের দায়ের করা এই রিটে বিদ্যুৎ ও জ্বালানি সচিব, তিতাস গ্যাস কর্তৃপক্ষ, এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
এদিকে বিচারপতি জে বি এম হাসান,ও বিচারপতি মুহাম্মদ খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে এই রিটটি আজ সোমবার শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন ব্যারিস্টার মারইয়াম খন্দকার।
জানা গিয়েছে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার এই রিটের পক্ষে আদালতে শুনানি করবেন।
গত ৪ সেপ্টেম্বর শুক্রবার রাতে নারায়ণগঞ্জের তল্লায় বায়তুস সালাত জামে মসজিদে ঘটে যাওয়া মর্মান্তিক বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন মৃত্যুবরণ করেছেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন বিস্ফোরণে দগ্ধ হওয়া আরো ১১ ব্যক্তি।