নোয়াখালীর বসুরহাট পৌরসভায় ১৪৪ ধারা জারি!

0

আওয়ার টাইমস্ নিউজ।
দেশের বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত পৌরসভা নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

জানা গিয়েছে, আজ বুধবার (১০ মার্চ) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই ১৪৪ ধারা কার্যকর থাকবে বলে জনিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেল থেকেই মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সন্ধ্যায় দফায় দফায় সংঘর্ষে পুরো বসুরহাট বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এই সংঘর্ষের এক পর্যায়ে রাত ১০টার দিকে গুলিতে একজন নিহত হন।

উপজেলা নির্বাহি কর্মকর্তা জানিয়েছে, সংঘর্ষ ও বিস্ফোরণের পর গুলিতে একজন নিহতের ঘটনার পরিপ্রেক্ষিতে এবং ফের সংঘর্ষের আশঙ্কায় প্রশসান এই সিদ্ধান্ত নিয়েছে।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে