আওয়ার টাইমস্ নিউজ।
আর অল্প কিছুদিন পরেই পালিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদকে কেন্দ্র করে বাস, ট্রেন ও লঞ্চ বন্ধ থাকা সত্ত্বেও বিভিন্ন ছোট-বড় যানবাহনে করে ঘরে ফিরছে মানুষ। আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় ঘরে ফেরা মানুষদের চাপ বাড়ছে।
এরই ধারাবাহিকতায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে ঈদে ঘরে ফেরা মানুষ ও যানবাহনের দীর্ঘ সারি দেখা গিয়েছে।
পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজির হাট নৌরুটে ২০টি ফেরি চলাচল করছে। যানবাহন ও যাত্রীর চাপ থাকায় ৬টি ছোট ফেরির পাশাপাশি ৪টি বড় ফেরি পারাপারে নিয়োজিত রয়েছে।
এই বিষয়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ ঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন গণমাধ্যম গুলোকে জানান, সাপ্তাহিক ছুটি দিন ও অন্যদিকে সামনে ঈদ থাকায় যাত্রী ও যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ফেরি সংখ্যাও বাড়ানো হয়েছে।