প্রাণঘাতী করনা ভাইরাসে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন স্কয়ার হাসপাতালের আইসিইউর বিভাগীয় প্রধান এবং হাসপাতালটির পরিচালক (মেডিক্যাল সার্ভিস) ডাক্তার মির্জা নাজিমুদ্দিন। তিনি আজ বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত এক মাস ধরে স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তাকে উন্নত মানের চিকিৎসা সহ প্লাজমা থেরাপি দেওয়া হয়েছিল। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ডা: নাজিমুদ্দিন সহ দেশে এই পর্যন্ত ২৩ চিকিৎসক মৃত্যু বরণ করলেন।
ড: নাজিমুদ্দিন এর মৃত্যুতে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন এর সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব অধ্যাপক ডাক্তার এহতেশামুল হক চৌধুরী শোকসন্তপ্ত প্রত্যেক চিকিৎসকের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।