ফেনীতে তারাবির নামাজে সেজদারত অবস্থায় এক কিশোরের মৃত্য!

0

আওয়ার টাইমস্ নিউজ।
ফেনী জেলার ফুলগাজী উপজেলায় মসজিদে তারাবির নামাজ পড়ার সময় সিজদারত অবস্থায় আবুল কালাম (১৭) নামের নবম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে! জানা গিয়েছে, ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের দৌলতপুর গ্রামের এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনার বিষয়ে সেখানকার স্থানীয়রা জানিয়েছে, ছেলেটি অন্যান্য দিনের মতো বুধবার (২৮ এপ্রিল) রাতে উপজেলার দৌলতপুর গ্রামে জামে মসজিদে তারাবির নামাজ পড়তে আসে। এরপর নামাজ চলাকালীন এক পর্যায়ে ছেলেটি সিজদা থেকে আর উঠছে না দেখে মসজিদে থাকা মুসল্লীরা সালাম ফিরিয়ে তাকে ডাকলে তার কোন সাড়া শব্দ না পেলে দ্রুত মুসল্লিরা তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসে, এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ছেলেটি ওই উপজেলার দৌলতপুর গ্রামের আবুল বাশারের ছেলে। অকালে ছেলের মৃত্যুতে আবুল কালামের মা-বাবার আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে ছেলেটির মৃত্যুর বিষয়ে ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইকবাল হোসেন জানিয়েছেন, গেল কয়েকদিন ধরে ফেনী জেলাতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে। অনেক মানুষেরই এত বেশি তাপমাত্রা সহ্য করতে না পেরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। ঠিক এই ছেলেটিও মূলত অতিরিক্ত গরমের কারণে হির্ট স্ট্রোক করতে পারে বলে ধারণা করছেন চিকিৎসকরা।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে