নিজস্ব প্রতিবেদক।
আওয়ার টাইমস্ নিউজ: আজ একাদশ জাতীয় সংসদের শীতকালীন ও বছরের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে। আজ বিকেল সাড়ে ৪টায় অধিবেশন শুরু হবে। এটি চলতি সংসদের ১১তম অধিবেশন।
এই অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ জাতীয় সংসদে ভাষণ দেবেন। জানা গিয়েছে, রাষ্ট্রপতি আজকে তার এ ভাষণের মধ্য বাংলাদেশ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরবেন।
বিশ্বব্যাপী চলমান প্রাণঘাতী করোনা মহামারীর কারণে এবারও সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এবং আজকের এ অধিবেশনে যে সব সংসদ সদস্যরা যোগ দেবেন তারা প্রত্যেকে নতুন করে করোনার পরীক্ষা করিয়েছেন। যাদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে শুধু মাত্র তারাই প্রথম বৈঠকে অংশ নিতে পারবেন।
সব সময়েই বছরের প্রথম অধিবেশন দীর্ঘ হয় আসছে। কিন্তু এবার করোনা মহামারীর কারণে অধিবেশন সংক্ষিপ্ত আকারে হবে। যদিও জাতীয় সংসদের স্পিকার চাইলে অধিবেশনের সময় বাড়াতে অথবা কমাতে পারবেন।