আওয়ার টাইমস্ নিউজ।
ঢাকা-বরিশাল রুটের যাত্রীবাহী লঞ্চের দুই মাস্টারের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ায় ঢাকার সঙ্গে সারাদেশের দূরপাল্লা রুটের যাত্রীবাহী সব নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুর দেড়টা থেকে অঘোষিত এ ধর্মঘট শুরু করেছেন যাত্রীবাহী লঞ্চের শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মো. শাহ আলম গণমাধ্যমকে বলেন, আদালত সোমবার দুইজন মাস্টারের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আদালত এ সিদ্ধান্ত বাতিল করে দুই মাস্টারের মুক্তি না দেওয়া পর্যন্ত নৌযান শ্রমিকরা লঞ্চ চালানো থেকে বিরত থাকবেন।”
মেরিন আদালতে জামিন বাতিল হওয়া ওই দুই নৌযান শ্রমিক হচ্ছেন ঢাকা-বরিশাল রুটের অ্যাডভেঞ্চার-১ লঞ্চের মাস্টার জামাল হোসেন ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের মাস্টার রুহুল আমিন।