বসুন্ধরা গ্রুপের এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত!

0

আওয়ার টাইমস্ নিউজ।
ঢাকা শহরের অভিজাত এলাকা গুলশানের একটি ফ্ল্যাট থেকে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, মৃত ওই শিক্ষার্থীর নাম মোসারাত জাহান মুনিয়া। এই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় সোবহান আনভীরের বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

জানা গিয়েছে,আজ মঙ্গলবার আনভীরের দেশত্যাগের উপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ। পরবর্তীতে ঢাকা মহানগর হাকিম তা মঞ্জুর করেন।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে,গতকাল সোমবার রাতে ওই কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি সেই ফ্ল্যাটে একা থাকতেন। পরে আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) ভোরে রাজধানীর গুলশান থানায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মুনিয়ার বড় বোন বসুন্ধরা গ্রুপের এমডির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে। এই বিষয়গুলো ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার জাফর হোসেন গণমাধ্যমগুলোকে নিশ্চিত করেছেন।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে