আওয়ার টাইমস্ নিউজ।
সরকার বিমান বাহিনীকে যুগোপযোগী করে গড়ে তুলতে আধুনিক যুদ্ধ সরঞ্জাম সংগ্রহ করছে। এই বাহিনী এখন ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র আক্রমণ চালাতে সক্ষম। বাংলাদেশে একসময় যুদ্ধ বিমান তৈরি করতেও সক্ষম হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার সকালের দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিমান বাহিনীর ১১ স্কোয়াড্রন ও ২১ স্কোয়াড্রনকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রীশেখ হাসিনা।
বিমান বাহিনীর যথাযথ প্রশিক্ষণ ও গবেষণা চালানোর উদ্যোগ নিতে বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।
বাংলাদেশ বিমান বাহিনীকে গৌরবজ্জলময় বাহিনী হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,বাংলাদেশ বিমানবাহিনীর একটা গৌরবময় ইতিহাস রয়েছে।