আওয়ার টাইমস্ নিউজ।
পুলিশ বাহিনীতে যুক্ত হচ্ছে দুটি অত্যাধুনিক হেলিকপ্টার। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুমে বাংলাদেশ পুলিশ এবং হেলিকপ্টার নির্মানকারি প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
গতকাল বুধবার বিকালে পুলিশ সদর দপ্তরের বাংলাদেশ পুলিশ এবং হেলিকপ্টার নির্মাতা প্রতিষ্ঠান জেএসসি রাশিয়ান হেলিকপ্টারসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
বাংলাদেশ পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন , এই হেলিকপ্টার ক্রয়ের ফলে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে পুলিশের কার্যক্রমে ব্যাপক গতিশীলতা আসবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে পারস্পরিক বন্ধুত্বের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ এবং রাশিয়া পরস্পর পরীক্ষিত বন্ধু ও বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প, পুরাতন বিদ্যুৎকেন্দ্র সংস্কার, সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়াতে রাশিয়া বিশেষভাবে সহযোগিতা করছে।
বাংলাদেশের পক্ষে ড. বেনজীর আহমেদ এবং রাশিয়ার পক্ষে রাশিয়ান হেলিকপ্টারসের মহাপরিচালক আন্দ্রে আই ভোগেনিস্কি ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।