নিজস্ব প্রতিবেদক:
আল্লাহ্ রাব্বুল আলামীনের অশেষ অনূগ্ৰহ ও দয়ায় গত রোববার ঢাকার বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া লঞ্চের ভিতর থেকে ১৩ ঘণ্টা পর সুমন (৪৫) নামের এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। এর পর উদ্ধার হওয়া সুমন কে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, এবং তাকে হাসপাতালের ক্যজুয়ালিটি বিভাগে চিকিৎসা দেওয়া হয়, জানা গিয়েছে কিছুক্ষণ তাকে অক্সিজেন দেওয়ার পরই তিনি আশঙ্কা মুক্ত হয়ে যান।
হাসপাতালের রেজিস্ট্রার ডা. আমজাদ হোসাইন গনমাধ্যমকে বলেন, আমরা তাকে অক্সিজেনসহ নিয়মানুযায়ী চিকিৎসা সেবা প্রদান করছি। পানির মধ্যে এত ঘণ্টা থাকার পরও কীভাবে একজন মানুষ জীবিত থাকে-এমন প্রশ্নের জবাবে ডা.আমজাদ বলেন, আমার ডাক্তারি জীবনে এমন ঘটনা কখনোই আমি দেখিনি। এটা অবশ্যই আল্লাহর বিশেষ অনুগ্রহ।
এদিকে বাংলাদেশ সিভিল ডিফেন্স অ্যান্ড ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান গনমাধ্যমকে জানান, ডুবে যাওয়া লঞ্চটিকে আমরা লিফটং পদ্ধতিতে উদ্ধার অভিযানের সময় তাকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা দেখতে পান এবং জীবিত থাকার সম্ভাবনা থেকেই দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তিনি আরো বলেন, লোকটি সম্ভবত লঞ্চের ইঞ্জিন রুমের ভেতরে কোনো এক জায়গায় ছিলেন, যেখানে বেঁচে থাকার মত পর্যাপ্ত অক্সিজেন ছিল।