নিজস্ব প্রতিবেদক।
আওয়ার টাইমস্ নিউজ: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিইয়াশ গ্রামে সহপাঠীদের সাথে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজ্জাদ জিসান (১৫) নামের এক স্কুলছাত্রের করুণ মৃত্যু হয়েছে।
জানা গিয়েছে গতকাল রাত ৯টার সময়ে সাতকানিয়া উপজেলার কালিইয়াশ গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। সেখানকার ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হাফেজ আহমদ গণমাধ্যমকে এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান হাফেজ আহমেদ জানিয়েছেন, সাজ্জাদ সন্ধ্যার পর তার বাড়ির পাশে লাইটিং এর মাধ্যমে সহপাঠীদের কে নিয়ে ব্যাডমিন্টন খেলতে যায়, তখন ব্যাডমিন্টন মাঠে লাইটিং বাল্ব জ্বালানোর জন্য মেইন লাইন থেকে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে অসাবধানতা বশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।