গত ২৪ ঘন্টায় দেশে ঘাতক করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে (৩-হাজার ১শত ৭১ জন। এবং নতুন করে মৃত্যু বরন করেছেন আরও ৪৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭-শ ৭৭ জন। এবং এ পর্যন্ত দেশে একদিনের ব্যবধানে যত সংখ্যক রোগী মারা গিয়েছেন ও শনাক্ত হয়েছেন তার মধ্যে এ দুটোই দেশে সর্বোচ্চ রেকর্ড হয়েছে। আজ মঙ্গলবার -৯ জুন-দুপুর ২টা-৩০ মিনিটে করোনা ভাইরাস এর সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, দেশের ৫৬টি ল্যাবের মধ্যে ৫৫টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তকরণ পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় দেশে ১৪ হাজার ৬৬৪-টি করনা টেস্ট করা হয়েছে। এতে প্রথমবারের মতো শনাক্ত হয়েছে ৩,১৭১ জন । এবং এছাড়া গত ২৪ ঘণ্টার মধ্যে আইসোলেশনে এসেছে ৫৫৭ জন। ডা: নাসিমা সুলতানা বলেন, এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৫ জনে। এবং সর্বমোট করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন-৭১,হাজার ৬৭৫ জন। আর মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৩৩৬ জন।