ভয়ঙ্কর বিশৃঙ্খলায় ডুবছে দেশের স্বাস্থ্য খাত।

0

রিপোর্টার: হুসাইন আহমাদ স্বাধীন।

প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারীর সময়ে বাংলাদেশের স্বাস্থ্য খাতের ভয়ঙ্কর দুরবস্থার চিত্র সকলের সামনে এখন স্পষ্ট হয়ে উঠেছে। পদে পদে জায়গায় জায়গায় চরম অনিয়ম, লুটপাট, দুর্নীতি ও স্বজনপ্রীতির ছবি একে একে সাধারণ মানুষের সামনে স্পষ্ট ভাবে প্রকাশ হচ্ছে।

বাংলাদেশে চিকিৎসা সেবার নামে স্বাস্থ্য খাতে যে ভয়াবহ লুটপাট-দুর্নীতি-অনিয়ম হচ্ছে বিষয়টি এখন দেশের মানুষের মুখে মুখে। মরণব্যাধি করোনাভাইরাসের দুর্যোগের সময়ের মধ্যেই বাংলাদেশের পুরো স্বাস্থ্য খাতের কালো মুখোশ দেশের মানুষের সামনে উন্মোচি হলো। করোনা টেস্টের ভুয়া রিপোর্ট নিয়ে যে, জঘন্য দুর্নীতি বাংলাদেশে হচ্ছে তা নিয়ে এখন পুরো বিশ্ব মিডিয়ায় বাংলাদেশের চরম সমালোচনা হচ্ছে, এবং বিদেশে প্রবাসী বাংলাদেশিরাও চরম ভাবে অপমানিত হচ্ছে । বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে করোনা ভাইরাসের অজুহাতে ভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা দেয়নি হাসপাতালগুলোর কতৃপক্ষ, তাদের এই নির্দয় আচরণের কারণে বহু মানুষ চিকিৎসার অভাবে করুন ভাবে মৃত্যুবরণ করেছেন।

এদিকে বিভিন্ন গনমাধ্যমে উঠে এসেছে, বাংলাদেশের স্বাস্থ্য খাতে এই করোনা মহামারীর মধ্যেও কেনাকাটার নামে লুটপাট দুর্নীতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে।
সরকারি লাইসেন্স ছাড়া বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার পরিচালিত হচ্ছে। এসব দেখার কেউ নেই। এসবের সাথে জড়িত দুর্নীতিবাজ কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়াও হচ্ছে না। এর ফলে পার পেয়ে যাচ্ছে এসব প্রতারক চক্রের অপরাধীরা। তাই পার পাওয়া এইসব প্রতারক চক্রের দল প্রতারনা করেই যাচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাংলাদেশের স্বাস্থ্য খাতের সর্বস্তরে চরমভাবে পচন ধরেছে। তারা বলছেন, এই করোনা মহামারীকে সামনে রেখেই দেশের পুরো স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশর সাস্থ্য খাতকে ঘিরেই এখন মানুষের যত আলোচনা সমালোচনা। আমরা দেখেছি দেশের সাস্থ্য খাতের এই সমালোচনা বিশ্ব মিডিয়াও খুব গুরুত্বের সাথে প্রকাশ হয়েছে। করোনাভাইরাসের ভুয়া টেস্ট নিয়ে যে জঘন্য প্রতারনা করেছেন রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ, এর ফলে বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। এখন দেখার অপেক্ষায় এসব ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে বাংলাদেশ সরকার দেশের স্বাস্থ্য খাতের শৃঙ্খলা কতটুকু ফিরিয়ে আনে।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে