আওয়ার টাইমস্ নিউজ।
ভারতের প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃতের সংখ্যা। যার ফলে ভারতের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে বিশ্বের অনেক দেশ। এরই ধারাবাহিকতায় গত কিছুদিন আগে ভারতের সাথে স্থল সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ সরকার।
এবার ভারতে করোনার প্রকোপের কারণে ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানো হয়েছে।
জানা গেয়েছে, গতকাল শনিবার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
উল্লেখ্য, ভারতে করোনা মহামারী সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৬ই এপ্রিল থেকে ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধ রয়েছে বাংলাদেশের।