Our Times News
বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিষয়ে চলমান অস্থিরতার করণীয় নিয়ে বৈঠকে বসছেন দেশের শীর্ষ পর্যায়ের আলেমরা।
আগামী শনিবার (৫ ডিসেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী জামিয়া মাদানিয়া মাদ্রাসায় চলমান অস্থিরতার সমাধান নিয়ে হেফাজতে ইসলামসহ বাংলাদেশের শীর্ষ পর্যায়ের ইসলামিক সংগঠনের নেতারা বৈঠকে বসবেন, বৈঠকের সভাপতিত্ব করবেন বাংলাদেশ কওমি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।
এই বৈঠকে দেশের শীর্ষ আলেদের মধ্যে যারা উপস্থিত থাকবেন, আল্লামা নূর হোসাইন কাসেমী,আল্লামা মামুনুল হক,আল্লামা আব্দুল হামিদ (পীর মধুপুর) মাওলানা আতাউল্লাহ হাফেজ্জি, মুফতি মনসুরুল হক,মাওলানা সাজিদুর রহমান,মুফতি সৈয়দ ফয়জুল করীম,মাওলানা নুরুল ইসলাম জিহাদি,মাওলানা মাহফুজুল হক,মুফতি মুহাম্মদ ওয়াক্কাস,মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মাওলানা আরশাদ রহমানী,আল্লামা আব্দুল কুদ্দুস, মুফতি মিজানুর রহমান সাঈদ প্রমুখ।