Our Times News
ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ফেরেন মসজিদের ইমাম আবদুর রহিম ও তার সহধর্মিণী। তারা নবীগঞ্জ ইসলামী ব্যাংকের শাখা থেকে টাকা উঠান। টাকা নিয়ে বাসায় ফেরার পথে ছিনতাইকারীর হাতে ছুরিকাঘাতে ক্ষত হন তিনি ও তার স্ত্রী।
তারা বাড়িতে ফেরার পথে একদল যুবক ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এই ঘটনাটি ঘটেছে চরগাও গ্রামে।
স্থানীয় বিশ্বস্ত সূত্রে জানা যায় , ইসলামী ব্যাংক নবীগঞ্জ শাখা থেকে ৫০ হাজার টাকা উত্তোলন করে আবদুর রহিম ও তার স্ত্রী তাদের গ্রামের বাড়ি নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামে যাচ্ছিলেন। চরগাঁও করস্থানের কাছে পৌঁছামাত্র হেলমেট পরা তিনজন যুবক একটি মোটরসাইকেল থেকে নেমেই ইমাম আবদুর রহিমকে ধারাল অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে।
এ সময় আবদুর রহিমের বাঁচাতে গেলে স্ত্রী হেনা বেগমকে তারা আঘাত করে। পরে তারা চিৎকার করলে ছিনতাইকারী ৫০ হাজার টাকা নিয়ে হবিগঞ্জ রোড দিয়ে পালিয়ে যায়।