মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন।

0

Our Times News

আজ ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সামরিক সচিবরা শ্রদ্ধা নিবেদন করেন।  

আজ ভোর ৬ টা ৩৪ মিনিটে প্যারেড স্কয়ারে ৩১ বার তোপধ্বনি করার মাধ্যমে শুরু হয় বাংলার মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। কিন্তু বিশ্বব্যাপী চলমান প্রাণঘাতী করোনাভাইরাস মহামারীর কঠিন পরিস্থিতির কারণে এবার মহান বিজয় দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে না। পর্যায়ক্রমে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
 
এরপর জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে একে একে দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক সংগঠন ও সরকারি-বেসরকারি দপ্তর,সাধারণ মানুষের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন চলছে।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে