নিজস্ব প্রতিবেদক।
আওয়ার টাইমস্ নিউজ: মিয়ানমার সরকার কর্তৃক ইতিহাসের এক ভয়াবহ বর্বর নির্যাতনের মুখে প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া নির্যাতিত নিপীড়িত মাজলুম রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি ফেরত নেওয়ার ব্যাপারে কিছুটা নমনীয় হয়েছে মিয়ানমার সরকার। তাদেরকে স্বীয় দেশে ফেরত পাঠানোর ব্যাপারে বাংলাদেশ-চীন ও মিয়ানমার একমত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) ঢাকায় বাংলাদেশ মিয়ানমার ও চীনের সচিব পর্যায়ের ত্রিপক্ষীয় এক ভার্চুয়াল বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা জানান
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এ ভার্চুয়াল বৈঠকটি চীনের উদ্যোগে হয়েছে বলে জানা গিয়েছে। এ বৈঠকে চীনের একজন ভাইস মন্ত্রী ও মিয়ানমারের পার্মানেন্ট সেক্রেটারি যোগ দেন। বৈঠক রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়।
এর আগে গত ৯ জানুয়ারি চীনের মধ্যস্থতায় সচিব পর্যায়ে একটি বৈঠক হওয়ার কথা ছিল। তবে মিয়ানমার সেই বৈঠকটি পিছিয়ে দিয়েছিল।