মুফতি হারুন ইজহারের বিরুদ্ধে ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত!

0

বেশ কিছুদিন ধরে পুলিশ ও র‌্যাব বিভিন্ন মামলায় গ্রেপ্তার করছে হেফাজত ইসলাম বাংলাদেশের বিভিন্ন নেতাকর্মীদের। এরই ধারাবাহিকতায় গত কিছুদিন আগে হেফাজত নেতা মুফতি হারুন ইজহারকে গ্রেফতার করেছিল র‌্যাব।

গ্রেপ্তারের পর এবার হারুন ইজহারের বিরুদ্ধে ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। জানা গিয়েছে,আজ সোমবার (৩ মে) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন দুই পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

উল্লেখ্য, এর আগে হেফাজত ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক ছিলেন মুফতি হারুন ইজহার। গত ২৮ই এপ্রিল চট্টগ্রাম নগরীর লালখান বাজার মুফতি হারুন ইজহারের প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে