আওয়ার টাইমস্ নিউজ।
আজ পহেলা মে। আজকের দিনে সারাবিশ্বে কর্মজীবী মানুষদের কথা স্মরণ করে পালন করা হয় বিশ্ব মে দিবস। সারাবিশ্বেই এই উৎসবটি যথেষ্ট ভাব গাম্ভীর্যের সাথে পালিত হয়। ১৮৮৬ সালে আজকের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মূল্য এবং দৈনিক আট ঘণ্টা কর্মদিবসের দাবিতে মিছিলে নামে তখনকার শ্রমিকরা। পরে তাদের এই মিছিলে গুলি চালায় শিকাগোর পুলিশ বাহিনী। পরে পুলিশের গুলিতে অনেক শ্রমিক মারা যান।
আজ এই মে দিবসে বিশ্ব শ্রমিক ও কর্মজীবী সম্প্রদায়ের কথা স্মরণ করে পৃথক পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শ্রমিক ও মালিকের সম্প্রতির কথা উল্লেখ করে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাঁর বাণীতে বলেন,”এই অভীষ্ট লক্ষ্য অর্জনে শ্রমিক-মালিক সম্প্রীতি দেশের উন্নয়নের পথকে তরান্বিত করবে বলে আমার বিশ্বাস।
শোষিত মানুষদের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, “শোষণহীন সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে তিনি ১৯৭২ সালে শ্রমনীতি প্রণয়ন করেন। তিনি পরিত্যক্ত কল-কারখানা জাতীয়করণ করে দেশের অর্থনীতিকে শক্তিশালী এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করেছিলেন।