রেলগাড়িতে সংযুক্ত করা হবে অ্যাম্বুলেন্স!

0

নিজস্ব প্রতিবেদক।
আওয়ার টাইমস্ নিউজ: খুব শিগগিরই দেশের রেলবহরে যুক্ত হবে অ্যাম্বুলেন্স সেবা। অ্যাম্বুলেন্স রেলের মাধ্যমে এয়ার অ্যাম্বুলেন্সের মতো রোগীরা খুব সহজে হাসপাতালে যেতে পারবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

আজ রোববার দুপুরে লালমনিরহাট রেলওয়ে বিভাগের আয়োজনে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশনে অত্যাধুনিক লাগেজ ভ্যানে কৃষিজাত পণ্য পরিবহন সংক্রান্ত এক সভায় বক্তব্য কালে রেলমন্ত্রী এসব কথা বলেন।

পণ্য সরবাহ করার জন্য ভ্যান আমদানি করা হচ্ছে উল্লেখ করে রেল মন্ত্রী বলেন, পণ্য পরিবহনের জন্য অত্যাধুনিক ২০০ লাগেজ ভ্যান আমদানি করা হচ্ছে। এর মাধ্যমে ব্যবসায়ীরা প্রান্তিক এলাকা থেকে সহজেই তাদের কৃষিসহ বিভিন্ন পণ্য রেলে পরিবহন করতে পারবেন।”

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন আরও বলেন, সরকার সড়ক, নৌ, বিমান ও রেল পরিবহনকে সমানভাবে জনগণের ব্যবহার উপযোগী করার জন্য কাজ করে যাচ্ছে। মানুষ রেলে খুব সাশ্রয় ও নিরাপদে যাতায়াত করতে পারে।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে