আওয়ার টাইমস্ নিউজ।
বেশ কিছুদিন ধরেই দেশে বৃদ্ধি পাচ্ছে মরনব্যাধী করোনার সংক্রমণ। করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ চলছে। এই সময়সীমায় জরুরি কাজের জন্য সীমিত পরিসরে অফিস খোলা রয়েছে।
এরইমধ্যে পরবর্তী লকডাউনের বিষয়ে আজ বৃহস্পতিবার সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। গত সোমবার (৫ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য,করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় সোমবার সকাল ৬টা থেকে আগামী সাত দিনের লকডাউন শুরু হয়েছে। এ দফায় আগামী ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত চলমান থাকবে এই লকডাউন।