আওয়ার টাইমস নিউজ।
চাঁদপুর জেলার শাহরাস্তি থানার বানিয়াচোঁ এলাকার মধ্যে রিলাক্স নামের একটি যাত্রীবাহী বাস প্রায় ৩০ জন যাত্রী নিয়ে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল।
সেখানকার স্থানীয়রা জানিয়েছেন, চাঁদপুরগামী রিলাক্স বাসটি বানিয়াচোঁ এলাকা দিয়ে যাওয়ার সময় অন্যদিক থেকে আসা কুমিল্লাগামী বোগদাদ নামের আরেকটি বাস চাপা দিলে রিলাক্স বাসটি অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে বেঁচে যায়। গাড়িটি প্রায় খাদে পড়েই গিয়েছিল, একটি গাছের উছিলায় বেঁচে যায় ২৮/৩০ জন যাত্রীর প্রান। রিলেক্স গাড়িটি গাছের সাথে আটকে যায়।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে শাহরাস্তি ফায়ার সার্ভিস ও শাহরাস্তি মডেল থানার উপ পরিদর্শক এ(সআই) মোঃ জুলফিকার আলী, সঙ্গীয় ফোর্স চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করে দেয়। রিলাক্স বাসচালক জয়নাল আবেদিন জানান ওপরদিক থেকে বোগদাদ বাসটি একটি সিএনজিকে অহেতুক ওভারটেক করতে গেলে রিলাক্স বাসকে চাপ দেয় গাড়িটি প্রায় খাদের কিনারা পর্যন্ত পড়ে যায়।