আওয়ার টাইমস্ নিউজ।
মাদারীপুর জেলার শিবচর উপজেলা কাঠাল বাড়ি ফেরি ঘাট সংলগ্ন বাংলাবাজার শিমুলিয়া নৌরুটে বাল্কহেড ও স্পিডবোটের সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে।
জানা গিয়েছে, আজ সোমবার (৩ই মে) ভোরের দিকে ভয়াবহ এ দুর্ঘটনাটি ঘটে। বাংলাবাজার ফেরিঘাটের পুরোনো কাঁঠালবাড়ির পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটেছে।
এই দুর্ঘটনার বিষয়ে শিবচর উপজেলার ফায়ার সার্ভিসের ইনচার্জ শ্যামল বিশ্বাস গণমাধ্যমগুলোকে জানিয়েছেন, স্পিডবোটটি মাওয়া থেকে যাত্রী নিয়ে কাঁঠালবাড়ি ঘাটের দিকে যাচ্ছিল। এখন পর্যন্ত এ ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিনজন শিশু ও একজন নারী রয়েছে।
এই দুর্ঘটনার বিষয়ে, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন জানিয়েছেন, মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে ৩০ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট বাংলাবাজার ফেরিঘাটের দিকে যাচ্ছিল। স্পিডবোটটি বাংলাবাজার ফেরিঘাটের পুরাতন কাঁঠালবাড়ি ঘাটের কাছাকাছি আসার পর বালুবোঝাই বাল্কহেডের স্পিডবোর্ডের সঙ্গে সংঘর্ষ হয়।