আওয়ার টাইমস্ নিউজ।
অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াসের কারণে টানা তিন দিন বন্ধ থাকার পর বাংলাবাজার শিমুলিয়া ঘাটে ফেরি চলাচল সচল হয়েছে।
জানা গিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কেটাইপ ফেরি কুঞ্জলতা এবং দশটায় ক্যামেলিয়া বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে সীমিত পরিসরে ফেরি চলাচল শুরু হয়।
এছাড়াও টানা তিনদিন বন্ধ থাকার পর আজ শুক্রবার সকাল ১০টা থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু করেছে। লঞ্চ চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছে বিআইডব্লিউটিসির শিমুলিয়া লঞ্চঘাট পরিদর্শক মো. সোলেমান।
প্রসঙ্গত, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে গত ২৫ মে বিকেল থেকে বন্ধ ছিল লঞ্চ চলাচল। বর্তমানে নৌরুট দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার হচ্ছে বলেও জানা গিয়েছে।