আওয়ার টাইমস্ নিউজ।
রাষ্ট্রবিরোধী উসকানিমূলক বক্তব্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে (শিশুবক্তা) মাওলানা রফিকুল ইসলাম (২৬) বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। গাছা থানায় তার নামে মামলাটি দায়ের করা হয়।
আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে তাকে গাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব।
গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আহসানুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে র্যাব বাদী হয়ে গতকাল রাতে মামলাটি করে। মামলায় অভিযোগ করা হয়, তিনি আইন না মেনে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।