সৌদি আরবের প্রবাসী বাংলাদেশীদের জন্য বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ বিশেষ ফ্লাইটে রিয়াদ-ঢাকার এই একমুখী যাত্রার টিকিটের সর্ব নিম্ন মূল্য ইকোনমি ক্লাস দুই হাজার ৮’ শত সৌদি রিয়াল,যা বাংলা টাকায়->৬৩ হাজার ৩৬৪ টাকা) ও বিজনেস ক্লাস তিন হাজার ৮‘শত সৌদিরিয়াল, বাংলা টাকায় ৮৫, হাজার ৯৯৪ টাকা) নির্ধারণ করা হয়েছে।
জেদ্দা-ঢাকা বিমানের এই একমুখী যাত্রার টিকিটের মূল্য ধরা হয়েছে ইকোনমি ক্লাসের জন্য তিন হাজার ৩০ সৌদি রিয়াল (৬৮ হাজার,৫৬৮ টাকা) ও বিজনেস ক্লাস চার হাজার ৩০ সৌদি রিয়াল (৯১, হাজার ১৯৮ টাকা)।
এই ভাড়া স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত নির্ধারণের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে প্রবাসীদের তীব্র নিন্দা ও প্রতিবাদের মহা প্রলয়। তারা বলছেন কর্মহীন হয়ে ভয়াবহ মানবেতর জীবনযাপন করা প্রবাসীদের দেশে পাঠাতে সাহায্যের নামে সম্পূর্ণ অযৌক্তিকভাবে অ গ্ৰহনযোগ্য ভাড়া নির্ধারণ করা হয়েছে। এত বেশি পরিমাণ ভাড়া দিয়ে সাধারণ প্রবাসীদের দেশে ফেরা কোনভাবেই সম্ভব নয়।