হাসপাতালে এক ইঞ্চি জায়গাও খালি থাকবে না বললেন, স্বাস্থ্যমন্ত্রী!

0

আওয়ার টাইমস্ নিউজ ‌
করোনার প্রকোপ দিন দিন যেভাবে বাড়ছে তাতে হাসপাতাল বেড দ্রুত বৃদ্ধি করার বিকল্প নেই। এ কারণে সরকার কোভিড ডেডিকেটেড হাসপাতাল সংখ্যা বৃদ্ধি করাসহ সব হাসপাতালে শয্যাসংখ্যা বাড়িয়েছে।কিন্তু তারপরও যেভাবে প্রতিদিন করোনা বৃদ্ধি পাচ্ছে তাতে কোনো হাসপাতালেই রোগী রাখার জায়গা থাকবে না। তবে হাসপাতালের এক ইঞ্চি জায়গা খালি থাকলেই কোনো রোগীকে সেবাবঞ্চিত করা হবে না।”বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর বারিধারার নিজ বাসভবন থেকে অনলাইন জুম অ্যাপের মাধ্যমে অংশ নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজের নতুন ১০টি আইসিইউ বেড উদ্বোধনকালে এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী আরও জানিয়েছেন,ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮০০টির মতো করোনা ডেডিকেটেড শয্যা রয়েছে। এখানে প্রতিটি বেডেই হাইফ্লো নেজাল ক্যানুলা সুবিধা আছে। ঢাকা মেডিক্যালে আগের আইসিইউ, এসডিও’র সঙ্গে আজ আরও ১০টি নতুন আইসিইউ বেড সংযুক্ত হলো। অন্য সরকারি হাসপাতালেও করোনা রোগীদের জন্য সুবিধা বাড়ানো হচ্ছে।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে