হেফাজতের ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে।

0

আওয়ার টাইমস্ নিউজ।
দেশের রাজধানীর বায়তুল মোকাররমে মসজিদে নিরীহ মুসল্লিদের ওপর বর্বর হামলা, এবং চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা ও ব্রাহ্মণবাড়িয়াসহ দেশে বিভিন্ন জায়গায় ১৩ জনকে নির্বিচারে গুলি করে হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে সাধারণ মুসল্লিদের ওপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে।

আজ রবিবার (২৮ মার্চ ) ফজরের নামাজের পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করেছেন হেফাজতে ইসলামের নেতাকর্মী ও দেশের সাধারণ জনগণ। ঢাকা – চট্রগ্রাম রোড অর্থাৎ সাইনবোর্ড সানারপাড়ে সড়ক অবরোধ করেছেন মাদরাসার ছাত্রসহ সাধারণ মানুষ। আজকের হরতালে ঢাকার সঙ্গে পূর্বাঞ্চলের দূরপাল্লার যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

এদিকে হেফাজতের ইসলামের আজকের ডাকা হরতালকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ, র‌্যাব, বিজিবির সদস্যরা। এপিসি জলকামান নিয়ে বিভিন্ন সড়কে টহল দিচ্ছে তারা। অন্যদিকে পুলিশ বাহিনীর পাশাপাশি মাঠে অবস্থান করছেন, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও। জানা গিয়েছে তারা রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে