Our Times News
বাংলাদেশ রেলওয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের রেলে আরোও ২৪ টি লোকাল ও কমিডার ট্রেন সংযুক্ত করতে যাচ্ছে।
আজ মঙ্গলবার রেলওয়ে উপপরিচালক খায়রুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
রেলওয়ের বাকি ট্রেনগুলোও পর্যায়ক্রমে চালু করা হবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।
তবে, সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখতে মোট আসনের বিপরীতে ৫০ শতাংশ টিকেট বিক্রি অব্যাহত থাকবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে সোমবার বাংলাদেশ রেলওয়ে জানিয়েছিল, ১২ সেপ্টেম্বর থেকে কাউন্টারে ট্রেনের টিকেট পাওয়া যাবে। ওই দিন থেকে ট্রেনের টিকেট ২৫ শতাংশ অনলাইনে এবং বাকি ২৫ শতাংশ কাউন্টার থেকে বিক্রি করা হবে বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ।
আট জোড়া আন্তনগর ট্রেন চালুর মধ্য দিয়ে ৩১ মে ট্রেন চলাচল সেবা পুনরায় চালু হয়। করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে স্বাস্থ্যঝুঁকি এড়াতে ৩০ মে থেকে অনলাইনে টিকেট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে।
মহামারি কোভিড-১৯-এর কারণে বন্ধ ঘোষণার পর গত ২৯ মে গণপরিবহন ও অফিস কার্যক্রম ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সীমিত আকারে পরিচালনার অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।