আওয়ার টাইমস্ নিউজ।
বিশ্বজুড়ে মরণব্যাধি করোনা ভাইরাসের তান্ডবে দিশেহারা প্রায় সব শ্রেনীর মানুষ। বাংলাদেশেও ভয়ংঙ্কর রূপ ধারন করেছে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস। যার ফলে সরকার দেশে ঘোষনা করেছিল লকডাউন। আর এই লকডাউনের ফলে দেশে বহু মানুষ বেকার হয়ে পড়েছে। পরিবারের দেখা দিয়েছে খাদ্য সংকট।
এমন অবস্থায় যদি কোনো মধ্যবিত্ত পরিবার যদি খাদ্য সঙ্কটে থাকেন তবে তিনি জরুরী নম্বর ৩৩৩ এ নম্বরে কল দিলে তার বাসায় খাবার পৌঁছে যাবে বলে জানিয়েছেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
গতকাল রবিবার (২৫ই এপ্রিল) দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এ বিষয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানিয়েছেন।