আওয়ার টাইমস নিউজ।
৪০ বছর হলেই করোনা ভাইরাসের টিকার নিবন্ধন করতে পারবেন যে কেউ। এর আগে ৫৫ বছরের বেশি বয়সী মানুষরাই কেবল করোনার টিকা নিবন্ধন করতে পারতেন।
আজ সোমবার (৮ ফেব্রুয়ারি)দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশনা দেন। এসময় মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান,টিকা নিতে আগ্রহী কেউ যদি নিবন্ধন করতে না পারেন তাহলে তিনি তার জাতীয় পরিচয়পত্র নিয়ে সংশ্লিষ্ট টিকাদান কেন্দ্রে যাওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম আরও জানান, টিকা নিলেও প্রধানমন্ত্রী সবাইকে অবশ্যই মাস্ক ব্যবহার করা ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন।