Our Times News
বিশ্বের দীর্ঘতম পদ্মা সেতুতে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক ফিকশন পেন্ডুলাম বিয়ারিয়ের সক্ষমতায়। যা ৯ মাত্রার ভূমিকম্প হলেও সুরক্ষা থাকতে পদ্মা সেতু।
এখন পর্যন্ত বিশ্বে কোন সেতু নির্মাণে এত বেশি মাত্রার বিয়ারিং লাগানো হয়নি বলে জানিয়েছেন পদ্মাসেতু নির্মাণের প্রকৌশলীরা।
ইতিমধ্যে পদ্মা সেতু তিনটি বিশ্ব রেকর্ড গড়েছে। প্রথমটি হল সেতুর খুটির নিচে সর্বোচ্চ ১২২ মিটার গভীরের স্টিলের পাইল বসানো হয়েছে এসব পাইলের ব্যাসার্ধ ৩ মিটার দীর্ঘ।
দ্বিতীয় রেকর্ড হলো- নদী শাসনসংক্রান্ত। নদী শাসনে চীনের ঠিকাদার সিনোহাইড্রো করপোরেশনের সঙ্গে ১১০ কোটি মার্কিন ডলারের চুক্তি হয়েছে। এর আগে নদী শাসনে এককভাবে এত বড় দরপত্র আর হয়নি। সর্বশেষ ‘ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিং’য়ের সক্ষমতা হচ্ছে ১০ হাজার টন। এখন পর্যন্ত কোনো সেতুতে এমন সক্ষমতার বিয়ারিং লাগানো হয়নি।
এ ছাড়া পদ্মা সেতুতে পাইলিং ও খুঁটির কিছু অংশে অস্ট্রেলিয়া থেকে আনা অতি মিহি (মাইক্রোফাইন) সিমেন্ট ব্যবহার করা হয়েছে। পদ্মা সেতুর নিজের চল্লিশটি পাইল ইস্পাতের তৈরি নদীর পানি থেকে প্রায় ১৮ মিটার উঁচু পদ্মা সেতুর তলা।