Our Times News
হজরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ভিত তৈরি করার সময় তৃতীয়বারের মতো আরো একটি বিশাল আকারের বোমা উদ্ধার করা হয়।
আজ শনিবার (১৯ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ অরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়!
এই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের ভিত তৈরি করার সময় আজ সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ২৫০ কেজি ওজনের আরো একটি জেনারেল পারপাস (জিপি) বোমা পাওয়া গিয়েছে। এরপর সাথে সাথে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর প্রশিক্ষিত বোমা নিষ্ক্রিয়করণ দল আধুনিক যন্ত্রপাতিসহ ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। এবং তারা খুব সাবধানতার সাথে সেখানে গিয়ে বোমাটি নিষ্ক্রিয় করে। এরপর বোমাটি ধ্বংস করার জন্য সেটিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়। বোমা বিশেষজ্ঞ ধারণা করছেন এর আগে শাহজালাল বিমানবন্দরে যে দুটি বোমা উদ্ধার করা হয়েছিল, ঠিক সেই বোমা দুটির মতো এগুলোও সেই ১৯৭১ সালে ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল!