আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আবারও স্পষ্ট করে জানিয়েছেন, জর্দান নদীর পশ্চিম তীরসহ কোনো ভূখণ্ডেই তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সুযোগ দেবে না। রোববার এক সরকারি বৈঠকে তিনি বলেন, গাজাকে সম্পূর্ণ বেসামরিক করা হবে এবং হামাসকে নিরস্ত্র করা ছাড়া আর কোনো পথ নেই।
তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফার যুদ্ধবিরতি চুক্তিতেও গাজাকে অস্ত্রমুক্ত করার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ আছে।
নেতানিয়াহু বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ব্যাপারে ইসরায়েলের অবস্থান একটুও বদলায়নি। জর্দান নদীর পশ্চিমাঞ্চলের কোনো জায়গা ফিলিস্তিন রাষ্ট্র গঠনে ব্যবহার করতে দেওয়া হবে না, এই অবস্থান ভবিষ্যতেও একই থাকবে।
এদিকে দুই বছরের বেশি সময় গাজায় হামলা চালানোর পরও এখন সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ ৩৫ যুদ্ধবিমান কেনার বিষয়ে সৌদি আরব আগ্রহ দেখাচ্ছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে, রিয়াদ যদি এফ ৩৫ পায়, তবে সৌদি ও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে হবে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে বৈঠক করবেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। আলোচনায় এফ ৩৫ যুদ্ধবিমান চুক্তি, নিরাপত্তা বিষয়ক সমঝোতা এবং সৌদি–ইসরায়েল সম্পর্ক স্থাপন গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উঠে আসবে।
সূত্র: আলজাজিরা, এক্সিওস