আওয়ার টাইমস নিউজ।
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ব্যস্ততম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের বাবা-মা ও দুই সন্তানসহ চারজনের প্রাণ ঝরে গেল। শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে প্রাইভেটকারের ওপর সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যান উল্টে পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের মরদেহ রাতে বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের হোসেনপুর বেপারী বাড়ির পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়। এর আগে হোসেনপুর কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে শোকে স্তব্ধ হয়ে পড়েন পুরো এলাকা।
নিহতরা হলেন-ওমর আলী, তার স্ত্রী নুরজাহান বেগম এবং তাদের দুই ছেলে আবুল হাসেম স্বপন ও আবুল কাশেম মামুন। বড় ছেলে আবুল হাসেম ঢাকায় ব্যাংক এশিয়ার ব্যবস্থাপক ছিলেন এবং গাড়িটি তিনিই চালাচ্ছিলেন। ছোট ছেলে মামুনও রাজধানীতে একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন। পরিবারের দুই মেয়ে হাসিনা আক্তার ও রোকসানা আক্তার ঢাকার বাণিজ্যিক ব্যাংকগুলোতে চাকরি করেন।
শুক্রবার সকালে ঢাকা থেকে গ্রামের বাড়ি বরুড়ায় ফেরার পথে এ দুর্ঘটনায় প্রাণ হারান সবাই। নিহতদের স্বজনরা ময়নামতি হাইওয়ে থানায় মরদেহ গ্রহণের সময় কান্নায় ভেঙে পড়েন। পরিবারের সদস্যরা জানান, তারা এলাকার উচ্চশিক্ষিত পরিবার হিসেবে পরিচিত ছিলেন। তাদের একসঙ্গে মৃত্যুতে পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে পড়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, কাভার্ডভ্যানটিতে সিমেন্ট বোঝাই থাকায় রেকার দিয়ে দ্রুত সরানো সম্ভব হয়নি। ভারী ক্রেন আনতে বিলম্ব হওয়ায় উদ্ধারকাজ দেরি হয়। তবে দুর্ঘটনার সময়ই সবাই মারা গিয়েছিলেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) জানিয়েছে, পদুয়ার বাজার এলাকায় নতুন ইউলুপ তৈরির কাজ চলমান আছে, যা শেষ হলে এ ধরনের ঝুঁকিপূর্ণ ইউটার্নের ব্যবহার আর লাগবে না। তবে কাজ সম্পন্ন হতে ২০২৭ সাল পর্যন্ত সময় লাগতে পারে।