নিজস্ব প্রতিবেদক।
আওয়ার টাইমস্ নিউজ: এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা ফরম পূরণের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে যে, অর্থ জমা দিয়েছিলেন। এইচএসসি ও সমমানের পরীক্ষা না হওয়ায় জমা দেওয়া সেই অর্থের কিছু অংশ শিক্ষার্থীরা ফেরত পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ শনিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।
শিক্ষা মন্ত্রী বলেন, “এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা না হওয়ায় পরীক্ষার্থীদের ফরম পূরণ বাবদ আদায় করা অর্থের কিছু অংশ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ দেশের ১১টি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এই ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন শিক্ষার্থীর এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইসের প্রকোপ বাড়তে শুরু করলে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ায় পরীক্ষা নেওয়া আর সম্ভব হয়নি।