Our Times News
মার্কিন যুক্তরাষ্ট্রে হারিকেন ডেল্টা আঘাত হেনেছে বলে সিএনএন এক প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার রাতে লুইজিয়ানার ক্রেওল উপকূলে হ্যারিকেন ডেল্টা আঘাত হেনেছে বলে জানিয়েছেন দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)
এনএইচসি জানিয়েছেন- হারিকেন ডেল্টা যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত হানার সময় ক্যাটাগরির মাত্রা দুই ছিল। কিন্তু এক ঘণ্টা পর হ্যারিকেন ডেল্টার শক্তি কিছুটা কমে গিয়ে ক্যাটাগরি এক মাত্রায় হয়ে আসে। হ্যারিকেন ডেল্টার তাণ্ডব এখনো প্রাণঘাতী হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টার সময়ে হ্যারিকেন ডেল্টার বাতাসের গতি ছিল ঘণ্টায় প্রায় সর্বোচ্চ ৯০ মাইল। কিন্তু পরবর্তীতে তা শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হতে পারে আশংকা প্রকাশ করা হচ্ছে।
এই হ্যারিকেন ডেল্টার তাণ্ডবের কারনে সেখানে ব্রাপক পরিমাণ বৃষ্টি হচ্ছে। এর ফলে লুইজিয়ানায় আকস্মিক বন্যাও দেখা দিতে পারে। এই বন্যার ফলে অন্তত ৫৫ লাখ মানুষ পানিবন্দি হয়ে যেতে পারে। (সূত্র: সিএনএন)