আওয়ার টাইমস নিউজ।
সিনিয়র রিপোর্টারঃ হুসাইন আল আজাদ।
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা আয়োজন করে অনন্য এক রেকর্ড গড়লেন বিশ্ব কুরআন প্রতিযোগিতায় একাধিকবার প্রথম স্থান অর্জনকারী প্রতিষ্ঠান মারকাজুত্ তাহ্ফিজ ইন্টাঃ মাদ্রাসার সম্মানিত চেয়ারম্যান শায়েখ নেছার আহমেদ আন নাসিরী।
জানা গিয়েছে, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো শুরু হওয়া এই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার উদ্ভোধনী অনুষ্ঠানটি গত মাসে সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত হয়েছিল। ঐতিহাসিক উদ্বোধনী অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন মিশরের বিখ্যাত কারী সাহেব ও বাংলাদেশের বিখ্যাত ক্বারী শায়েখ আব্দুল হক সাহেব’সহ বিশ্ব বিখ্যাত হাফেজ কারীগণ।
এরপর বাংলাদেশে আজ সোমবার (১৬ জানুয়ারী) যাত্রাবাড়ীর কাজলায় অবস্থিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রধান ক্যাম্পাস এ আন্তর্জাতিক এই কুরআন প্রতিযোগিতার প্রথম অডিশনের বাছাইপর্ব অত্যন্ত সুন্দর ও সফলভাবে শেষ হয়। প্রথম অডিশনে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মিশর থেকে আগত বিশ্ব বিখ্যাত ক্বারী সাহেবগণ।
এদিকে বাংলাদেশের মাটিতে প্রথমবারের মত কোন আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার আয়োজন দেখে রীতিমতো খুশিতে আত্মহারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করা দেশের বিভিন্ন মাদ্রাসা থেকে আসা প্রতিযোগী-ও তাদের শিক্ষক এবং অভিভাবকগণ। এই প্রতিযোগিতা সম্পর্কে তারা তাদের অনুভূতি জানাতে গিয়ে আওয়ার টাইমস নিউজকে জানান,বাংলাদেশের মাটিতে প্রথম বারের মতো আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার আয়োজন দেখে আমরা এতটাই খুশি হয়েছি যা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। এই সময় প্রতিযোগীরা জানিয়েছেন, জীবনে স্বপ্নেও ভাবিনি যে,কোন একদিন বাংলাদেশের মাটিতেও আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার আয়োজন হবে। ইতিহাস সৃষ্টিকারী এই আয়োজনে মারকাজুত্ তাহ্ফিজ ফাউন্ডেশন এর সম্মানিত চেয়ারম্যান শায়েখ নেছার আহমাদ আন নাসিরীকে ধন্যবাদ জানিয়ে তার প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রতিযোগী ও তাদের শিক্ষক এবং অভিভাবকগণ।
অন্যদিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসা আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও বিশিষ্ট মেহমানবৃন্দরা জানিয়েছেন, শায়েখ নেছার আহমাদ আন নাসিরীর এই অবিশ্বাস্য আয়োজন বাংলাদেশের ইতিহাসে স্বর্ণ অক্ষরে লিখা থাকবে এবং বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো শুরু হওয়া এই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা প্রতিবছরই আয়োজন হবে বলে তারা আশা প্রকাশ করেন।