অগ্রযাত্রা একটি সাপ্তাহিক পত্রিকা। এটির যাত্রা শুরুর পর থেকেই মুক্তিযুদ্ধে চেতনা বুকে ধারণ করে দেশ ও জনতার তরে লড়ে যাবার প্রত্যয়ে অনুসন্ধানী সাংবাদিকতার চর্চা করে আসছে।
অপরাধের বিরুদ্ধে বরাবরই আপোষহীন অগ্রযাত্রা। আর সেই মূলমন্ত্রে নির্ভীকভাবে প্রতিনিয়ত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশপ্রেম বুকে নিয়ে এগিয়ে যাচ্ছে আপনাদের প্রিয় পত্রিকা— অগ্রযাত্রা। অন্যদের যেখানে শেষ আমাদের প্রচেষ্টার শুরু সেখান থেকেই। গত ৮ বছরে লোমহর্ষক, চাঞ্চল্যকর, ও বিপদসংকুল সব অপরাধ নিয়ে নিরলসভাবে দুঃসাহসী সব কাজ করে গেছে টিম অগ্রযাত্রা।
এরই ধারাবাহিকতায় ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে গফরগাঁও প্রেসক্লাবে সহকারী বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী শুক্রবার সন্ধ্যায় এ আয়োজন করেন৷ এ সময় উপস্থিত ছিলেন, গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুস সালাম সবুজ (দৈনিক করতোয়া ), সাবেক সভাপতি আতাউর রহমান মিন্টু (দৈনিক ইত্তেফাক), সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম মারুফ (দৈনিক যুগান্তর), সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুল আওয়াল (দৈনিক জনকণ্ঠ), অধ্যক্ষ আব্দুল কাদির (দৈনিক আমাদের সময়), এইচ কবির টিটু (দৈনিক সংবাদ প্রতিদিন), মানসুর আহমেদ (দৈনিক মানবজমিন), মেহেদী হাসান বুলবুল (দৈনিক ঢাকা প্রতিদিন), ফারহান ফরিদ (মাসিক নুবাহ), আরিফুল ইসলাম আরিফ (সাপ্তহিক জনতার নিশ্বাস), শফিউর রহমান সেলিম (প্রধান শিক্ষক দীঘা এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়), সার্জেন্ট আবু হানিফ, ওমর ফারুক (ডিজিএম পপুলার লাইফ ইন্সুইরেন্স লিমিটেড), তাশরিফ আহমাদ ও ইয়াসিন সাবাত প্রমূখ৷