আওয়ার টাইমস্ নিউজ।
বেশ কিছুদিন ধরেই বিভিন্ন মামলায় হেফাজত ইসলামের বিভিন্ন নেতাকর্মীদের গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় এবার নাশকতার মামলায় ইসলামী ছাত্রসংঘের নেতা ও জামাত ইসলামের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ বিষয়ে জানা গিয়েছে, গতকাল শুক্রবার ঈদের দিন রাতে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার ছমদরপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
তাকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমগুলোকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম রশিদুল হক। এসময় তিনি বলেন,”হাটহাজারীতে হেফাজতের নাশকতায় ইন্ধনদাতা ও প্ররোচনাকারী হিসেবে শাহজাহান চৌধুরীর সম্পৃক্ততা পাওয়া গিয়েছে। নাশকতার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।