আওয়ার টাইমস্ নিউজ।
চলমান করোনা করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান লকডাউনের সময়সিমা নতুন করে আরও এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন দিয়েছে সরকার। ফলে আগামী ২৩ মে পর্যন্ত বাড়ল এ বিধিনিষেধ।
দেশে প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার নিয়ন্ত্রণে আনতেই নতুন করে আবারো লকডাউনের সময়সীমা বাড়ানো হলো,
আজ রোববার (১৬ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে এ বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশে চলমান করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পূর্বের সকল বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় সূত্রস্থ স্মারকসমূহের নির্দেশনার অনুবৃত্তিক্রমে নিম্নোক্ত শর্তাবলি সংযুক্ত করে এ বিধিনিষেধ আরোপের সময়সীমা চলতি মাসের ১৬ মে ২০২১ তারিখ মধ্যরাত হতে ২৩ মে ২০২১ তারিখ মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হলো।
উল্লেখ্য এর আগে, দ্বিতীয় ধাপে গত ১৪ই এপ্রিল থেকে সারাদেশে সর্বাত্মক লকডাউন শুরু হয়, যা চলে ২১ এপ্রিল পর্যন্ত। সেটি বাড়িয়ে পরে ২৮ এপ্রিল পর্যন্ত করা হয়। পরে সেই বিধিনিষেধের মেয়াদ ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। এরপর আবার তা ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল।