আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পেশোয়ার শহরে অবস্থিত একটি মসজিদের মধ্যে হঠাৎ ভয়াবহ এক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলছে। দেশটির বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মসজিদের মধ্যে ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে। এবং এ ঘটনায় আহত হয়েছেন ১৫০ জনেরও বেশি মানুষ।।
সোমবার (৩০ জানুয়ারী) জোহরের নামাজের সময় পেশোয়ার শহরের পুলিশ লাইনস এলাকার ভয়ংকর এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে।